সংলাপের সম্ভাবনা
সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ নাটকীয় মোড় নিয়েছে। অবশেষে প্রধান দুই দলের মধ্যে আলোচনার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।
বিরোধী দলকে সংলাপে বসতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবে সরকার। এ জন্য দু-এক দিনের মধ্যেই চিঠি দেওয়া হতে পারে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদ অথবা সংসদের বাইরে যেকোনো স্থানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি লিখিত প্রস্তাব পাঠানোর কথা বলেছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, দু-এক দিনের মধ্যেই সংলাপের জন্য বিএনপিকে লিখিত প্রস্তাব দেওয়া হবে।
এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসতে প্রস্তুত বলে জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে শর্তহীন আলোচনায় সম্মত নয় দলটি। তারা বলছে, সংলাপে প্রধান আলোচ্য বিষয় হতে হবে নির্বাচনকালীন সরকার পদ্ধতি।