শ্বাসরুদ্ধকর ম্যাচে পারলেন না সাকিব
মঙ্গলবার ঘরের মাঠ গ্রেস রোডে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৯ রান করে লিস্টারশায়ার। জবাবে ল্যাঙ্কাশায়ারের ইনিংসও থামে ৯ উইকেটে ১৩৯ রানে।
লিস্টারশায়ারকে ভালো সূচনা এনে দেয়ার কৃতিত্ব গ্রেগ স্মিথের (৪৫)। দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন সাকিব (১৬ বলে ২৩) ও রব টেইলর (১৫ বলে ২৯)
২৩ রানে ৩ উইকেট নিয়ে কবির আলী ল্যাঙ্কাশায়ারের সেরা বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে গ্যারেস ক্রসের ২৮ ও টম স্মিথের ২১ রানের পরও স্বস্তিতে ছিল না ল্যাঙ্কাশায়ার।
জয়ের জন্য সাকিবের করা শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল তাদের। শেষ বলে ৫ রান। কিন্তু চার মেরে দলকে জয়সম ‘টাই’ উপহার দেন মিচেল ম্যাকক্লেনাগান।
২৩ রানে ৪ উইকেট নিয়ে টেইলর লিস্টারশায়ারের সেরা বোলার। সাকিব ২২ রানে নেন ১ উইকেট।