Published On: Thu, Jun 27th, 2013

শেখ হাসিনা ও এইচ এম এরশাদ বৈঠক করলেন

Share This
Tags

hasina-ershadপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
সিঙ্গাপুর সফর শেষে সম্প্রতি দেশের ফেরার পর জাতীয় পার্টির অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার মধ্যে আজ এই বৈঠক হলো। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
এরশাদ সিঙ্গাপুরে থাকা অবস্থায় সেখানে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

মহাজোট ছাড়ার বিষয়ে যথাসময়ে ঘোষণা: এরশাদ
এদিকে এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না। মহাজোটে থাকা না-থাকা নিয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে।’ তবে মহাজোটে নির্বাচনের সময় আসন বণ্টন থেকে শুরু করে সব ক্ষেত্রেই জাতীয় পার্টির প্রতি অবিচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আজ দলের বনানী কার্যালয়ের মিলনায়তনে গাইবান্ধার ব্যবসায়ী কাজী মো. মশিউর রহমানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।

Leave a comment

You must be Logged in to post comment.