Published On: Sun, Jan 19th, 2014

শাহরুখ-সালমান মিললেন আবার

Share This
Tags

সম্প্রতি বলিউডি অভিনেতা সালমান খান ও শাহরুখ খান উভয়ের সম্পর্কে টানাপোড়ন শেষে আবার মিললেন। এ সময় তারা শুধু কোলাকুলিই করেননি, তারা একে অন্যে সঙ্গে রসিকতাও করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

2997870396

বৃহস্পতিবার স্টার গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সালমান উপস্থাপনায় ছিলেন। সে সময় এ দুই বিখ্যাত অভিনেতাকে এভাবেই দুবার কোলাকুলি করতে দেখা যায়। তারপর শাহরুখ সালমানের সিনেমা ‘জয় হো’র সাফল্য কামনা করেন।

সূত্র জানিয়েছে, ‘শাহরুখ খান অনুষ্ঠানস্থলে ঢোকা মাত্রই সালমান তাকে দেখেন। তিনি তাকে চেন্নাই এক্সপ্রেস (২০১৩) সিনেমার সাফল্যের জন্য অভিনন্দন জানান।
তিনি মজা করে তাকে সে সিনেমা সম্পর্কে কিছু বলতে অনুরোধ করেন। এবং তার সিনেমা জয় হো সফলতার জন্য কিছু বলতে অনুরোধ জানান।
এরপর শাহরুখ মাইক্রোফোন নিয়ে জোরে বলেন ‘জয় হো।’

এর আগে শাহরুখ-সালমানের সম্পর্কে টানাপোড়ন চলছিল।
সম্প্রতি সালমান এক ইন্টারভিউতে বলেন, ‘আমি শাহরুখের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা করছি। আমার মনে হয়, আমির খানসহ আমরা সবাই আবার বন্ধু হতে পারি। আপনি নিশ্চিতভাবে তা জানতে পারবেন, যখন কেউ কোনো সমস্যায় পড়বে।’

সালমান আরো বলেন, ‘আমি আশা করি কেউ কোনো সমস্যায় পড়বে না। কিন্তু খোদা না করুক, যদি কেউ কোনো সমস্যায় পড়েন, তাহলে আমি তাদের সাহায্য করতে যাব।’

Leave a comment

You must be Logged in to post comment.