Published On: Wed, Jun 26th, 2013

লেনোভো আনছে সাশ্রয়ী উইন্ডোজ ট্যাব

Share This
Tags

2013-06-26-07-40-57-51ca9b0990529-miix--1-চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো ১০.১ ইঞ্চি মাপের উইন্ডোজনির্ভর হাইব্রিড ট্যাব বাজারে আনার ঘোষণা দিয়েছে। ‘মিক্স’ নামের এ ট্যাবলেটের সঙ্গে কিবোর্ড যুক্ত করে ল্যাপটপের মতোও ব্যবহার করা যাবে।
লেনোভো জানিয়েছে, হালকা-পাতলা ১০ ইঞ্চি মাপের ট্যাবলেটটিতে ইনটেলের শক্তিশালী প্রসেসর ও দুই গিগাবাইট র্যাম ব্যবহূত হয়েছে।
এ ছাড়াও এতে রয়েছে সিমকার্ড স্লট। উন্নত রেজুলেশনের ডিসপ্লেযুক্ত এই উইন্ডোজ ট্যাবটি শিগগিরই বাজারে আনবে লেনোভো।
ট্যাবটির দাম ৫০০ মার্কিন ডলারের মধ্যেই রাখবে প্রতিষ্ঠানটি।

Leave a comment

You must be Logged in to post comment.