লেডি গাগার বিশ্বের প্রথম উড়ুক্কু-পোশাক উন্মুক্ত করেছেন
সম্প্রতি মার্কিন পপ তারকা লেডি গাগা অত্যাধুনিক প্রযুক্তির একটি উড়ুক্কু-পোশাক উন্মুক্ত করেছেন। গাগার এই প্রযুক্তি-পোশাককে বলা হচ্ছে, বিশ্বের প্রথম উড়ুক্কু পোশাক।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, লেডি গাগা তার ব্যতিক্রমী পোশাকের জন্য সব সময় আলোচনায় থাকেন। তাঁকে এর আগে কাঁচা মাংসের পোশাক কিংবা ব্যাঙের ছাতার মতো ব্যতিক্রমী পোশাক পরতে দেখা গেছে। তাঁর ব্যতিক্রমী পোশাকের সংগ্রহশালায় নতুন করে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত পোশাক ‘ভলান্টিস’। এটিই সেই উড়ুক্কু পোশাকের নাম।
সম্প্রতি ‘আর্টপপ’ নামের একটি অ্যালবাম বাজারে আনা উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আর্ট রেভ ইভেন্ট আয়োজন করেন গাগা। সেখানেই এ নতুন পোশাকটি সবার সামনে নিয়ে আসেন তিনি। গাগার এ উড়ুক্কু পোশাকটি চলে ৫০ ভোল্টের বেশ কয়েকটি ব্যাটারির মাধ্যমে। এই পোশাকটির একটি অংশ শরীরের সঙ্গে যুক্ত থাকে আর অপর অংশ বাতাসে ভেসে থাকে।