লিভ টুগেদার রণবীর-ক্যাটরিনার

বিয়ে হয়নি এখনও, এর আগেই লিভ টুগেদারের সিদ্ধান্ত নিয়েছেন বলিউড লাভ বার্ড জুটি রণবীর-ক্যাটরিনা। সাম্প্রতিক সময়ে তাদের গতিবিধি তেমনই ইঙ্গিত দিচ্ছে।
সম্প্রতি দুজনে দক্ষিণ আফ্রিকা থেকে একসঙ্গে ফিরেছেন ‘জগ্গা জাসুস’ ছবির ব্যস্ত সিডিউল চুকিয়ে। ফিরেই বান্দ্রার কার্টার রোডে একটি ফ্ল্যাট কিনছেন তারা।
তাদের ঘনিষ্ঠসূত্রে জানা যায়, মনের মতো ফ্ল্যাটটি দেখে এরইমধে পাকাও করে ফেলেছেন তারা।
মুম্বাইয়ের দৈনিক মিড ডে-র খবরে জানা যায়, ক্যাটরিনার বান্দ্রায় বাড়ি কেনার ইচ্ছে অনেকদিনের।
একটি সূত্রকে উদ্ধৃত করে মিড ডে-র প্রতিবেদনটিতে বলা হয়েছে, নতুন ফ্ল্যাটে উঠছেন রণবীর-ক্যাটরিনা। সেজন্য দক্ষিণ আফ্রিকায় একগাদা কেনাকাটা করেছেন তারা। ব্যাগভর্তি জিনিসপত্র নিয়ে ফিরেছেন। ক্যাটরিনাকে ঘর-গেরস্থালি, রান্নাঘরের নানা টুকিটাকি সরঞ্জাম কিনতে দেখা গিয়েছে।
আরো জানা যায়, সেদেশে দুজন যেন চোখে হারাচ্ছিলেন একে অপরকে। এক মূহূর্তের জন্যও আলাদা হতে দেখা যায়নি তাদের। একসঙ্গে থাকবেন, এই ভাবনায় যেন ভীষণ উত্তেজনায় রয়েছে দুজনই!