লন্ডনের রং কারখানায় অগ্নিকাণ্ড
সোমবার গভীর রাতে উত্তর লন্ডনের ওয়াটারলু রোডের একটি রং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে,হতাহতের বিষয়টি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।
স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লন্ডন ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ জানায়, ১ মাইল দূর থেকেও আগুনের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। আগুনের ভয়াবহতা এক তলা বিশিষ্ট কারখানা ভবনটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
তবে, ফায়ার ব্রিগেড আসার আগেই শ্রমিকরা অক্ষত অবস্থায় ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়।
প্রসঙ্গত, ২০১৭ সালের জুনে পশ্চিম লন্ডনের কেনসিংটন এলাকায় গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ব্যক্তির মৃত্যু হয়। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের এক পরিবারের সদস্যরাও নিখোঁজ ছিল।