রানি মুখার্জির বিয়ে
দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের অভিনেত্রী রানি মুখার্জি। পাত্র যশ চোপড়ার ছেলে, চিত্র পরিচালক আদিত্য চোপড়া। বিস্তারিত জানিয়েছে সংবাদ প্রতিদিন।
বলিউডে জোর গুঞ্জন, ১০ ফেব্রূয়ারি যোধপুরের উমেদ ভবনে চার হাত এক হতে চলেছে রানি-আদিত্যর৷ নিতান্তই ঘরোয়া এই বিবাহ অনুষ্ঠানে মুখোপাধ্যায় এবং চোপড়া পরিবার ছাড়াও উপস্থিত থাকবেন বলিউডের বিশিষ্টরা।
এর আগে বহুবার দু’জনের সম্পর্কের কথা খবরের শিরোনামে এসেছে৷ কিন্তু প্রতিবারই তাঁরা সে কথা অস্বীকার করেছেন৷ জানা গিয়েছে, সম্প্রতি নীতা আম্বানির জন্মদিনে উমেদ ভবনে আসেন রানি। তখনই জায়গাটি ঘুরে দেখেন তিনি৷
ফেব্রূয়ারির প্রথম সপ্তাহ থেকেই বিয়ের উৎসব শুরু হবে উমেদ ভবনে৷
বলিউডে জোর গুঞ্জন, ১০ ফেব্রূয়ারি যোধপুরের উমেদ ভবনে চার হাত এক হতে চলেছে রানি-আদিত্যর৷ নিতান্তই ঘরোয়া এই বিবাহ অনুষ্ঠানে মুখোপাধ্যায় এবং চোপড়া পরিবার ছাড়াও উপস্থিত থাকবেন বলিউডের বিশিষ্টরা।
এর আগে বহুবার দু’জনের সম্পর্কের কথা খবরের শিরোনামে এসেছে৷ কিন্তু প্রতিবারই তাঁরা সে কথা অস্বীকার করেছেন৷ জানা গিয়েছে, সম্প্রতি নীতা আম্বানির জন্মদিনে উমেদ ভবনে আসেন রানি। তখনই জায়গাটি ঘুরে দেখেন তিনি৷
ফেব্রূয়ারির প্রথম সপ্তাহ থেকেই বিয়ের উৎসব শুরু হবে উমেদ ভবনে৷