রানা প্লাজার দুই গার্মেন্টস মালিক,রানার স্ত্রী ও চাচাতো ভাইগ্রেফতার!!
সাভারে ধসে পড়া রানা প্লাজায় অবস্থিত দুই গার্মেন্টস নিউ ওয়েব বটমস ও নিউ ওয়েব স্টাইলের দুই মালিক বজলুস সামাদ আদনান (৪৫) ও মাহমুদুর রহমান তাপসকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর রমনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ওই ভবনে আরও ৩টি গার্মেন্টস রয়েছে। এ ৩ গার্মেন্টসের ২ মালিক এখনও পলাতক। তারা হচ্ছেন- ফ্যান্টম অ্যাপারেলস, ফ্যান্টম ট্যাক লিমিটেডের মালিক মো. আমিনুল ইসলাম এবং ইথার টেক্সটাইল লিমিটেডের মো. আনিসুর রহমান। তবে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে ।
প্রসঙ্গত, এর আগে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা গ্রামের পোদ্দারপাড়া এলাকা থেকে রানার দুই নিকটাত্মীয়কে গ্রেফতার করে সাভার থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সোহেল রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলমের স্ত্রী মুন্নি বেগম (৩২) ও মুন্নির ফুফা আনোয়ার হোসেন (৫০)।