রাজধানীতে ৪৭ ট্যাক্সি নামছে
আগামী ২২ এপ্রিল রাজধানীতে চলাচলের জন্য নতুন ৪৭টি ট্যাক্সি নামছে। এসব ট্যাক্সি হবে হলুদ রঙের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ট্যাক্সির চলাচল উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিশ্রুতি থাকলেও গত ১৪ এপ্রিল রাজধানীতে নতুন ট্যাক্সি নামানো হয়নি। প্রধানমন্ত্রীর সময় না পাওয়ায় বিষয়টি ঝুলে গিয়েছিল। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক কালের কণ্ঠকে বলেন, ২২ এপ্রিল নতুন ট্যাক্সি চলাচল উদ্বোধন করা হচ্ছে।
রাজধানীতে ২৫০টি শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সি পরিচালনার লাইসেন্স নিয়েছে তমা কন্সট্রাকশন। এ ছাড়া রাজধানীতে ২৫০টি ও চট্টগ্রামে ১৫০টি শীতাতপ নিয়ন্ত্রিত ট্যাক্সি পরিচালনার অনুমতি নিয়েছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট। সব মিলিয়ে রাজধানীতে ধীরে ধীরে নামানো হবে ৫০০ ট্যাক্সি।