রাজধানীতে জামায়াত-শিবিরের মিছিল, ভাঙচুর

রাজধানীর এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরির মোড়, বনানী ও ফার্মগেটের তেজগাঁও কলেজের সামনে আজ বুধবার ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। কয়েকটি স্থানে তাঁরা ভাঙচুর চালান। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামায়াতে ইসলামী আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। মন্ত্রিসভায় গত সোমবার মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিধানসংবলিত ভোটার তালিকা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়।