Published On: Tue, Jul 8th, 2014

রাঙ্গামাটি প্রাকৃতিক দৃশ্য

Share This
Tags

Untitled-1 copyঅপরূপ প্রাকৃতিক শোভামণ্ডিত ও রহস্যময় পার্বত্য জেলা শহর রাঙ্গামাটি।অপরাপর পার্বত্য জেলার মতো এ শহরও সৌন্দর্য পিপাসু পর্যটকদের কাছে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। অসংখ্য মানুষ ও পর্যটক উপস্থিত হয় রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে। বছরের বিশেষ মৌসুমে বিভিন্ন রকম আয়োজনে রাঙামাটির পাহাড় টীলা, ঝুলন্ত সেতু, রাজবিহার, সুভলং-এর ঝর্ণাধারা, চাকমা রাজবাড়ি, সীতা পাহাড়, রাম পাহাড়, বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় উপজাতিদের জীবনধারা এবং ভাষা, ধর্ম, সংস্কৃতি সবকিছুই—কেবল পর্যটকই নয়, যে কাউকে মোহিত করবে নিঃসন্দেহে এটা বলা যায়।চিত্রবিনোদন মানুষের জীবনধারার একটি বিচ্ছেদ্য অংশ। সমাজ ও সভ্যতার অগ্রগতির সাথে সাথে জীবন ও জীবিকার জন্য মানুষের ব্যস্ততা দিন দিন বেড়ে যাচ্ছে। এ ব্যস্ততা থেকে মুক্তি পেতে মানুষ ছুটে যায় প্রকৃতি ও অরণ্যের নীরবতার কাছে। তাহলে আপনিও ঘুরে আসুন, বেড়িয়ে আসুন পার্বত্য জেলা রাঙ্গামাটির অপূর্ব সৌন্দর্যের লীলাভূমিতে। প্রকৃতির এমন বিচিত্ররূপ বাংলাদেশের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এখানে আনন্দটাই আলাদা।

বাঙালী আর উপজাতি সম্প্রদায়ের সৌন্দর্যপূর্ণ অবস্থান যে রয়েছে তার ওপর চলতে-ফিরতে চাকমা, ম্রো, টিপরা, মারমা,তংচঙ্গাসহ বেশ ক’টি উপজাতি পুরুষ ও মহিলাকে দেখা যায়। তাদের মধ্যে রয়েছে বাঙালি সংস্কৃতি। রাঙ্গামাটিতে অবস্থান নেবার পর ভেদাভেদি অঞ্চলে পাহাড়ের চূড়ায় উঠে সূর্য অস্ত দেখা কিংবা ছবি তোলার মনোরম পরিবেশ পাওয়া যায়। পাহাড় থেকে নেমে আসা একাধিক ঝর্ণাধারা পর্যটকদের মন আকর্ষণ করে। দেখার মতো আরো রয়েছে পুরনো ঐতিহ্যমণ্ডিত চাকমা পল্লী, পার্ক। পার্কে বসে কর্ণফুলী লেকের দৃশ্য অবলোকন করা যায়। রাঙ্গামাটির সবচেয়ে ঐতিহ্যবাহী ও সুউচ্চ সীতা পাহাড় ও রাম পাহাড়। সব শেষে বলবো বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে রাঙ্গামাটি অপূর্ব দর্শনীয় স্থান। অফুরন্ত সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্রের রসাস্বাদনের জন্য রাঙ্গামাটিতে যে কেউ ঘুরে আসলে ভালো লাগবে। ক্যামেরা নিয়ে ভালোবাসার জনরা মিলেমিশে স্মৃতির এ্যালবামে সাজানো অন্তরঙ্গ মূহর্তগুলোর একটি স্মৃতির দিন বন্দি করা যায়।

ডেস্ক রিপোর্ট ঃ আনিম খান

Leave a comment

You must be Logged in to post comment.