রাউজানে বড় ভাই খুন করল ছোট দু’ভাইকে
জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে বড় ভাই কুপিয়ে ছোট দু’ভাইকে খুন করেছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, আবু সুফিয়ান (৪৮) ও আবু মোরশেদ (৩৫)। তারা সুলতানপুর গ্রামের দারুল ইসলাম মাদ্রাসার পাশের কাজী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে।
ঘটনার পর ঘাতক বড় ভাই আবুল কালাম পালিয়ে গেছেন।
রাউজান থানার ওসি এনামুল হক বলেন, ‘বাড়ির পাশে সবার চলাচলের একটি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাই কুপিয়ে দু’ভাইকে খুন করেছে। ঘটনার পরপরই আবুল কালাম পালিয়ে গেছে। আমরা তাকে ধরার জন্য অভিযান শুরু করেছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বড় ভাই আবুল কালামের সঙ্গে ছোট দু’ভাইয়ের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আবুল কালাম ঘর থেকে ধারালো অস্ত্র বের করে এনে ছোট দু’ভাইকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে।
এসময় তাদের ঝগড়া থামাতে আশাপাশের লোকজন জড়ো হলেও তাদের সামনে দিয়েই পালিয়ে যায় আবুল কালাম।
ঘটনার পর স্থানীয়রা আহত দু’ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে আবু সুফিয়ান মারা যান। আর মোরশেদকে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।