রকস্টার পলাশ এখন উপস্থাপনায়
পলাশ এন্ড ফ্রেন্ডস-পিএনএফ ব্যান্ডের ভোকাল পলাশ এবার উপস্থাপনায় আসছেন। মিউজিক বক্স নামের সঙ্গীতবিষয়ক একটি অনুষ্ঠানে উপস্থাপনায় দেখা যাবে তাকে।
মিউজিক বক্স অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে মিউজিক বিষয়ে নানা পরিবেশনা নিয়ে। দেশ-বিদেশের সঙ্গীতের চলতি খবর, ব্যান্ডগুলোর খোঁজখবর, প্রখ্যাত সঙ্গীত তারকাদের সাথে কথোপকথন, নতুন অ্যালবাম, স্টুডিও নিউজসহ গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
মিউজিক বক্স অনুষ্ঠানের প্রথম পর্বে অন্যান্য আয়োজনের পাশাপাশি থাকছে শিরোনামহীন ব্যান্ডের সাথে আড্ডা। অনুষ্ঠানটির প্রচার সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
উল্লেখ্য পি অ্যান এফ ব্যান্ড এর অ্যালবাম এর কাজ শুরু হয়েছে। আশা করা যাছে এই বছরেই অ্যালবাম টি বাজার এ আসবে ।