রংপুরের পীরগঞ্জ এ বিএনপি প্রার্থীর জয়
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থী, যে এলাকায় দশম সংসদ নির্বাচনে জয়ী হন শেখ হাসিনা। উপজেলা নির্বাচনের প্রথম পর্বের ভোটে থাকা পীরগঞ্জে সোমবার ভোটগ্রহণ হয়। গত ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলার সঙ্গে এখানে ভোট হওয়ার কথা থাকলেও তা আটকে যায়। ১০৬টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফলে দেখা যায়, বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ৪ হাজার ভোটে জয়ী হয়েছেন।
আনারস প্রতীকে নূর মোহাম্মদ মণ্ডল পেয়েছেন ৭৪৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ছায়াদত হোসেন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৭০৮৭৭ ভোট। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরেক নেত্রী মেশকোয়ারা হাবিব ১৩ হাজার ৯৫২ ভোট পেয়েছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি প্রার্থী হয়েছিলেন।
আনারস প্রতীকে নূর মোহাম্মদ মণ্ডল পেয়েছেন ৭৪৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ছায়াদত হোসেন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৭০৮৭৭ ভোট। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরেক নেত্রী মেশকোয়ারা হাবিব ১৩ হাজার ৯৫২ ভোট পেয়েছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি প্রার্থী হয়েছিলেন।