Published On: Sat, Jan 11th, 2014

যৌন নেশা কাটাতে চিকিৎসকের দ্বারপ্রান্তে লুইসা

Share This
Tags

lumm_1763708aরিয়ালিটি টিভি শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ খ্যাত তারকা লুইসা জিসম্যান জানিয়েছেন, তিনি একসময় যৌনতার নেশায় বিভোর ছিলেন এবং সে নেশা কাটাতে চিকিৎসা নিতে হয়েছে তাকে। একসময় এ নেশা তার জীবন বিপন্ন করে দিয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে হাফিংটন পোস্ট। সম্প্রতি এ তথ্য লুইসা নিজেই ফাঁস করলেন।

লুইসা বলেন, ‘আর নয়। যৌন নেশার জন্য আমাকে চিকিৎসা করতে হয়েছে। যখন যৌনতা স্বাভাবিক জীবনকে ব্যাহত করে, তখন এ নেশা কাটানোর জন্য থেরাপি নিতে হয়।’

দি সান জানিয়েছে, ২৫ বছর বয়সি এ তারকা ‘লর্ড সুগার’ টিভি শোয়ের চিত্রগ্রহণের কাজ শেষ করার পর সেই নেশা সারানোর জন্য থেরাপি নিতে যান।
সূত্র জানিয়েছে, ‘বিশেষ সেই নেশাটি তার জীবনে বড়ধরনের প্রভাব ফেলছিল। এতে তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। তিনি জানতেন, এ নেশার মাধ্যমে তিনি কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন না।’

লুইসা তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে দ্বীধা করেন না। তিনি এক টিভি শোতে বলেন, ‘আমি আমার যৌনতা সম্পর্কে জানানোর ব্যাপারে খুবই উদার। আমার মনে হয়, এটা স্বাধীন যৌনতাপূর্ণ নারীর জন্য ভালো।’

Leave a comment

You must be Logged in to post comment.