যৌন নিপীড়নের অভিযোগে গার্লস স্কুলের শিক্ষক গ্রেপ্তার
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর সূত্রাপুরের সেন্ট্রাল গার্লস স্কুলের শিক্ষক বাসুদেব কুমার রায়কে (৩৮) করেছে পুলিশ।
সোমবার বিকেলে তাকে স্কুল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার শিকার ছাত্রীটি গত বছর দশম শ্রেণীতে পড়ার সময় বাসুদেবের কাছে প্রাইভেট পড়তে যেতো। বাসুদেব তাকে অন্য ছাত্রীদের আগে আসতে বলতেন এবং সবার শেষে তাকে ছুটি দিতেন।
অন্য ছাত্রীরা আসার আগে ও চলে যাওয়ার পরের সময়টুকুতে তিনি নানাভাবে ওই ছাত্রীকে নিপীড়ন করতেন। একপর্যায়ে ওই ছাত্রী তার মা ও বান্ধবীদের কাছে ঘটনা খুলে বলে। পরে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে বাসুদেব ছাত্রীকে গালাগাল করেন এবং হুমকি-ধমকি দেন।
পরে পুলিশকে ঘটনাটি জানানো হলে বাসুদেবকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২০১১ সালের ৭ জুলাই ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন ভিকারুন্নিসা স্কুলের শিক্ষক পরিমল জয়ধর।