Published On: Sat, Nov 9th, 2013

যাত্রাবাড়ী ও মহাখালীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Share This
Tags

imagesরাজধানীর যাত্রাবাড়ী ও মহাখালীতে আজ দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতাল শুরুর আগের দিন এ ঘটনা ঘটল।

সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভান। বাসটি পুরোপুরি পুড়ে গেছে। পুলিশও ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

মহাখালীর তিতুমীর কলেজের সামনে আজ বেলা ১১টা ৪০ মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাসটি বিআরটিসির তিতুমীর কলেজের,যাত্রী বেশে দুর্বৃত্তরা বাসে চড়ে তিতুমীর কলেজের সামনে গিয়ে আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফকিরেরপুলের পুলিশ হাসপাতালের সামনে দুপুর সোয়া ১২টার দিকে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a comment

You must be Logged in to post comment.