Published On: Tue, Jun 18th, 2013

যশোরে বাস উল্টে তিনজনের মৃত্যু

Share This
Tags

accident1   যশোরের চৌগাছায় একটি যাত্রীবাহীবাস রাত  দুইটায় উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।  সিংহঝুলি কড়ইতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল জব্বার। তার বাবার নাম আমির মণ্ডল। একই উপজেলার দশপাখিয়া গ্রামের আলতাফ ও সিংহঝুলি গ্রামের আশরাফুল।

জানা গেছে, উল্টে যাওয়া ঐ বাসটি ফরিদপুরের আটরশি পিরবাড়ি থেকে চৌগাছায় ফিরছিল। পথিমধ্যে যশোর-চৌগাছা সড়কের সিংহঝুলি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে আলতাফ ও আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আব্দুল জব্বার মারা যান যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Leave a comment

You must be Logged in to post comment.