Published On: Sat, Jul 20th, 2013

ম্যানচেস্টার ইউনাইটেডেই যোগ দিচ্ছেন ফ্যাব্রিগাস

Share This
Tags

spain0060ফ্যাব্রিগাসের ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেয়ার কথা বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে। এ ব্যাপারে আলোচনাও এগিয়েছে অনেকদূর। তবে কিছু অনিশ্চয়তা সব সময় রয়েই যায়। কিন্তু ফ্যাব্রিগাসের দল বদল প্রশ্নে আর কোনো অনিশ্চয়তাকেই পাশে ভিড়তে দিলেন না রেড ডেভিলদের নতুন গুরু ডেভিড ময়েস।

 

সবকিছু  ঠিক থাকলে শনিবার কিংবা পরের দিন বার্সেলোনা তারকা সেস ফ্যাব্রিগাস ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ ডেভিড ময়েস।

 

এক সংবাদ সম্মেলনে ফ্যাব্রিগাসের দলভুক্ত করার বিষয়টি নিয়ে আপস রফার বেশ অগ্রগতি হয়েছে উল্লেখ করে ময়েস বলেন,  আমি এ বিষয়টি নিয়ে তাদের প্রধান নির্বাহীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। আশা করছি এ বিষয়ে আরো অগ্রগতির সংবাদ দিতে পারব।

 

এদিকে ওল্ড ট্রাফোর্ডে নিজের প্রথম সেশন শুরুর আগেই কিছু নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর চেস্টায় রয়েছেন ময়েস। এর অংশ হিসেবে স্প্যানিশ আন্তর্জাতিক মিডফিল্ডার ফ্যাব্রিগাসের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেন তিনি। সব ঠিক থাকলে ম্যানইউতে ফ্যাব্রিগাসের যোগদান এখন সময়ের ব্যাপার মাত্র।

Leave a comment

You must be Logged in to post comment.