Published On: Wed, Jun 26th, 2013

মোবাইলে খবর পড়ার সুবিধা নিয়ে ফেসবুক

Share This
Tags

Facebook-Mobile-Usage2এবার মোবাইল ফোনে খবর পড়ার সুবিধা নিয়ে আসছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। মূলত বর্তমানে ব্যবহারকারীরা নানা ধরনের ঘটনার কথা যেমন দ্রুত ফেসবুকে শেয়ার করছেন, সে বিষয় থেকেই ফেসবুকের এমন উদ্যোগ বলে জানা গেছে। মোবাইল ফোনে তাৎক্ষণিকভাবে খবর পড়ার সুবিধাটি নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে ফেসবুক। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। খবর পড়ার এ সেবাটির নামকে বলা হচ্ছে ‘রিডার’। ফেসবুক ব্যবহারকারী ও সংবাদ প্রকাশকদের খবর এ সেবার মাধ্যমে বিশেষ ফরম্যাটে মোবাইল ফোনে পাওয়া যাবে। এ ধরনের বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপস রয়েছে। ফেসবুকের রিডার সুবিধাটি অনেকটা খবর পড়ার জনপ্রিয় অ্যাপস ‘ফ্লিপবোর্ডে’র মতোই কাজ করবে।
কয়েক মাস আগে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মোবাইল ফোনের অভিজ্ঞাতার সেবাটিকে আরও উন্নত করতে বেশ কিছু উদ্যোগের কথা জানান। রিডার সে উদ্যোগেরই একটি অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, বর্তমানে মোবাইল ফোনের সেবা থেকে মোট আয়ের প্রায় ৩০ শতাংশ আসায় মোবাইল ফোনে নানা বিষয়ে বিনিয়োগ বাড়ানোরও চিন্তাভাবনা রয়েছে ফেসবুক কর্তৃপক্ষের। স্মার্টফোনের মাধ্যমে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জনপ্রিয় অ্যাপস ইনস্ট্রাগ্রামকে নিজেদের করে নিয়ে তাতে নতুন নতুন সুবিধা যুক্ত করাও উদ্যোগের অংশ। তাই সম্প্রতি ইনস্ট্রাগ্রামেও যুক্ত হয়েছে ভিডিও শেয়ার করার সুবিধা। মোবাইল ফোনে খবর পড়ার এ সুবিধাটি ঠিক কবে চালু হবে, সে বিষয়ে মুখ খোলেনি ফেসবুক কর্তৃপক্ষ।

Leave a comment

You must be Logged in to post comment.