মোনালি ঠাকুর ঢাকা মাতাবেন
ইন্ডিয়ান আইডল খ্যাত সঙ্গীত তারকা বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর বাংলাদেশে আসছেন। আগামী ১৩ নভেম্বর তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কর্পোরেট ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে কনসার্টে ভক্তদের মাতাবেন তিনি।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কর্পোরেট ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পশ্চিম বঙ্গের মেয়ে মোনালি ঠাকুর ২০০৬ সালে ইনডিয়ান আইডল প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বলিউডের সিনেমা প্লেব্যাক করে খ্যাতি অর্জন করেছেন। এর পাশাপাশি অভিনয় জগতেও নাম লেখিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে বলিউডে তার গাওয়া জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে রয়েছে ‘রঘুপতি রাঘব’ (কৃষ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া)।