মৃত্যুর মিছিলে একজন শাহীনা
নয়তলা ভবনটি মাথার ওপর পড়ার পরও মরতে মরতে বেঁচে ছিলেন শাহীনা আক্তার। ধসের ৮০ ঘণ্টা পর তাঁকে জীবিত খুঁজে পান উদ্ধারকারী কিছু তরুণ। এর পরের ৩০ ঘণ্টা তাঁকে বাঁচানোর মরণপণ লড়াই করেন স্বেচ্ছাসেবক এবং সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দেয় অপ্রত্যাশিত অগ্নিকাণ্ড।
মরতে মরতে বেঁচে থাকা সেই শাহীনা বাঁচতে বাঁচতেই মারা গেলেন। গতকাল সোমবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকারীদের ধারণা, বয়স তাঁর ২৫ থেকে ৩০-এর মধ্যে। শত শত মৃত্যুর ভিড়ে জীবনসংগ্রামী এই নারীর মৃত্যু কাঁদিয়েছে সবাইকে।