মৃত্যুর আগে কী কী ঘটতে পারে
ভবিষ্যৎ সম্পর্কে নানাবিধ কৌতূহল থাকে অনেকের। জানতে ইচ্ছা করে, বড় হয়ে কী হব বা ধনী হব কি না। কিন্তু কখনো কি জানতে ইচ্ছা করে কখন আমার মৃত্যু হবে? কোন মুহূর্তে স্বপ্নের পৃথিবীকে ছেড়ে চলে যাব? মৃত্যুর আগে কী কী ঘটতে পারে আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কলকাতার ‘এই সময়’ পত্রিকা একটি ফিচার করেছে।
১. যখন কোনো ব্যক্তির শরীর হঠাৎ হলুদ বা সাদা হয়ে যায় এবং ওপর থেকে লাল রঙের কিছু দেখা যায়, তখন বুঝতে হবে মাত্র ছয় মাসের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হবে। যখন কোনো ব্যক্তির মুখ, জিহ্বা, কান, চোখ, নাক স্তব্ধ হয়ে যায়, তখন ওই ব্যক্তির মৃত্যুতে আরো ছয় মাস বাকি রয়েছে।
২. যখন কোনো ব্যক্তি চন্দ্র, সূর্য অথবা আগুন থেকে উৎপন্ন কোনো রশ্মিকে দেখতে পারেন না, তখন তাঁর আরো কয়েক মাসই জীবিত থাকার সম্ভাবনা থাকে।
৩. চোখের সামনে সব কিছু কালো দেখলে মৃত্যু নিকট।
৪. কোনো ব্যক্তির বাঁ হাত এক সপ্তাহ ধরে কাঁপতে থাকলে বুঝবেন এক মাস পর তাঁর মৃত্যু হবে। কোনো ব্যক্তির জিহ্বা হঠাত্ ফুলে গেলে, দাঁত থেকে পুঁজ বেরোতে শুরু করলে এবং স্বাস্থ্য খারাপ থাকলে বুঝতে হবে সেই ব্যক্তির মৃত্যুতে আরো ৬ মাস বাকি।
৫. জল, তেল বা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে না-পারলে অথবা বিকৃত প্রতিবিম্ব দেখলে ছয় মাস পর্যন্ত জীবনের স্বাদ পাবেন ওই ব্যক্তি।
৬. আবার কোনো ব্যক্তির মৃত্যুতে এক মাস থাকলে, সেই ব্যক্তির ছায়াও তাঁর থেকে পৃথক হতে শুরু করে। কোনো কোনো ব্যক্তি আবার নিজের ছায়ার মাথাও দেখতে পান না।
৭. কোনো ব্যক্তি ধ্রুবতারা দেখতে না-পারলে তাঁর মৃত্যুতে ছয় মাস বাকি থাকে।
৮. চাঁদ বা সূর্যের সঙ্গে আকাশও লাল দেখা দিলে এবং আকাশে শুধু কাক এবং শকুন দেখা দিতে শুরু করলে, সেই ব্যক্তিও অধিকতর ছয় মাস বেঁচে থাকতে পারেন।
৯. যদি কোনো ব্যক্তির সব অঙ্গ আড়মোড়া ভাঙতে শুরু করে এবং তালু পুরোপুরি শুকিয়ে যায়, তা হলে তিনি আরো এক মাস জীবিত থাকবেন।
১০. নীল রঙের মাছি কোনো ব্যক্তিকে ঘিরতে শুরু করলে এবং বেশিরভাগ সময়ে মাছিগুলো ব্যক্তির আশপাশ থাকলে বুঝতে হবে ওই ব্যক্তির আয়ু মাত্র এক মাস।