মা হলেন শাবনূর
পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা শাবনূর। রবিবার বাংলাদেশ nbso সময় বিকাল ৩টায় সিডনির ওব্যাম হাসপাতালে সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা যায়। নবজাতকের নাম রাখা হয়েছে আইজেন নেহান।