মানবতার প্রতীক ইজাজউদ্দিন কায়কোবাদ
ইজাজউদ্দিন কায়কোবাদ। মানবতার সেবার, বীরত্বের, অসম সাহসিকতার, সহমর্মিতার জন্য যদি বাংলা ভাষায় নতুন কোনো একক, নতুন কোনো শব্দ যোগ করা হয়, তাহলে হয়তো তা হবে এই মানুষটার জন্য। সাভারে রানা প্লাজা ধ্বসে আটকে থাকা অসহায় শাহীনাকে বাঁচাত ছুটে গিয়েছিলেন, অল্পের জন্য পারেননি বাঁচাতে, কিন্তু চেষ্টা করেছেন প্রাণপন, আর সেই চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের জীবন বিসর্জন করেছেন।
স্যালুট, এই অসমসাহসী বীরের জন্য।