Published On: Wed, Jun 26th, 2013

মহাতারকার পতন!!

Share This
Tags

nadal300সবাইকে তাজ্জব বানিয়ে দিয়ে রাফায়েল নাদাল নামক মহাতারকার পতন হলো উইম্বলডনের প্রথম রাউন্ডেই। উইম্বলডন ইতিহাসে অন্যতম লজ্জাজনক হার দিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ১২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রাফায়েল নাদাল। সোমবার উদ্বোধনী দিনে ১৩৫ নম্বর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বেলজিয়ান তারকা স্টিভ ডার্সিসের কাছে ৭-৬ (৪), ৭-৬ (৮), (৬-৪) গেমে হেরে গেছেন এই স্প্যানিয়ার্ড তারকা। কোন মেজর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বিদায় নেয়ার অভিজ্ঞতা নাদালের এটিই প্রথম। ২০০৮ ও ২০১০ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন নাদাল মাত্র দু’সপ্তাহ আগে রেকর্ড গড়ে অষ্টমবারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন। মাটির কোর্টে আধিপত্য বিস্তার করে ঘাসের কোর্টেও তাকে এবার উইম্বলডনের সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে ভাবছিলেন অনেকেই। তারপর আবার সাত মাস চোট কাটিয়ে এ বছর ৯ আসরের ৭ শিরোপা জ্বলজ্বল করছিল তার নামের পাশে। সঙ্গে ছিল সর্বশেষ ৪৫ ম্যাচের ৪৩টিতে জয়ের অনবদ্য কৃতিত্ব। এতো সব অর্জনের পর এবারে উইম্বলডনে তার কাছ থেকে সমর্থকদের চাওয়াটাও ছিল একটু বেশি। কিন্তু সব চাওয়াকে না করে দিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন নাদাল।
১৯৯৭ সালে গুস্তাভো কুয়ের্তেনের পর এই প্রথম কোন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন উইম্বলডনের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। র‌্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা খেলোয়াড়ের কাছে এর আগে নাদাল সর্বশেষ হেরেছিলেন ২০০৬ সালে স্টকহোম ওপেনে। সেবার ৬৯০ নম্বরে থাকা জোয়াকিম জোহান্সনের কাছে হেরে যান তিনি।   অন্যদিকে ২৯ বছর বয়সী ডার্সিস (ডাক নাম শার্ক বা হাঙ্গর) মাত্র দুটি জয় নিয়ে ঘাসের কোর্টে এই কঠিন লড়াইয়ে নামেন। উইম্বলডনে তার একটি মাত্র জয় ছিল ২০০৯ সালে। ২ ঘণ্টা ৫৫ মিনিট লড়াই শেষে নাদালকে চূড়ান্ত হাঙ্গরীয় আঘাত হানেন তিনি। দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের লুকাজ কুবোতের মুখোমুখি হবেন ডার্সিস।
হাঁটু কোন সমস্যা নয়-নাদাল
র‌্যাঙ্কিংয়ের ১৩৫ নম্বরে থাকা স্টিভ ডার্সিসের কাছে হারের পর অনেকেই নাদালের হাঁটুর ইনজুরিকে দুষছেন। কিন্তু নাদাল নিজেই উড়িয়ে দিলেন সে কথা। রাখঢাক না  রেখেই তিনি বলেন, আমি কোন ধরনের অজুহাত দেখাতে চাই না। হাঁটু কোন সমস্যাই না। আমি ভাল খেলিনি। প্রথম রাউন্ডে হেরে যাওয়াটা অনেক কঠিন একটি ব্যাপার কিন্তু জীবন চলমান। সামনের দিকে তাকিয়ে আছি আমি। প্রতিপক্ষকে সম্মান দেখাতে কুণ্ঠা করলেন না তিনি। বলেন, অভিনন্দন স্টিভ ডার্সিসকে। সে দারুণ খেলেছে।
দিনের অন্য খেলায় জয় পেয়েছে সুইস তারকা রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। ফেদেরার ৬-৩, ৬-২, ৬-০ গেমে হারিয়েছেন রুমানিয়ার ভিক্টোর হ্যানেসকাকে। আর মারে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন বিকারকে।

Leave a comment

You must be Logged in to post comment.