Published On: Tue, Feb 11th, 2014

মতবিনিময় করছেন খালেদা জিয়া

Share This
Tags
khaleda ziaঢাকা মহানগর কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় শুরু হয়। বৈঠকে ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠন ছাত্রদলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দলের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
সভায় সদস্যসচিব আব্দুস সালামের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক এসএ খালেক, এম এ কাইয়ুম, সালাউদ্দিন আহমেদ, সাহাবুদ্দীন আহমেদ, আবু সাইদ খান খোকন, কাজী আবুল বাশার, নবীউল্লাহ নবী, আব্দুল আলিম নকী, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, আবু সাইদ মন্টু, আলী আজগর মাতব্বর, মীর হোসেন মীরু, সামসুল হুদা, ডা. নুরজাহান মাহবুব উপস্থিত রয়েছেন।
এ ছাড়া মহানগরের ৪৯টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে রাবেয়া আক্তার, আতিকুল্লাহ মতিন, হযরত আলী, মীর আশরাফ আজম, এ জি এম সামসুল হক, আরিফুল ইসলাম, আফাজ উদ্দীন,  মনি বেগম, গোলাম কিবরিয়া টিপু, গোলাম কিবরিয়া মাখন, দেলোয়ার হোসেন দিলু, সাইদুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত রয়েছেন ।
উল্লেখ্য, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলম গত সরকারের আমলে নিখোঁজ হয়। বিএনপির অভিযোগ তাঁকে আইনশৃঙ্খলাবাহিনী গুম করেছে।

Leave a comment

You must be Logged in to post comment.