Published On: Tue, Oct 1st, 2013

মঙ্গলে পানি ভরা

Share This
Tags

indexমঙ্গল গ্রহের মাটিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোযান কিউরিওসিটি পানির সন্ধান পেয়েছে। তবে স্বতন্ত্রভাবে এ পানি পাওয়া যায়নি।

বিবিসি জানায়, মঙ্গলের মাটির প্রতি ঘনফুটে প্রায় এক লিটার পানি আছে। গ্রহটির লালচে ধুলোর আস্তরণ পানিতে ভেজা। বিজ্ঞানীরা হিসেব কষে দেখেছেন, এই আস্তরণের মোট ওজনের দুই শতাংশই পানি।

কিউরিওসিটির গবেষক লরি লেসিন ও তার সহকর্মীরা সায়েন্স ম্যাগাজিনে জানান, মঙ্গলপৃষ্ঠ থেকে খুঁড়ে তোলা কাদামাটির নমুনা পরীক্ষায় পানির অস্তিত্বের এ হিসাব পাওয়া গেছে।

নাসার কিউরিওসিটি এই কাদামাটির নমুনাটি পরীক্ষা করতে এটিকে তাপ দিলে বেরিয়ে আসা বাষ্পে অনেকাংশেই পাওয়া যায় পানির উপাদান।

পানি ছাড়াও উত্তপ্ত মাটি থেকে বেরিয়ে আসে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন।

নাসার বিজ্ঞানীরা ধারণা করছেন, এর ফলে গ্রহটির যেকোন জায়গা থেকে পানি বের করে আনা খুব সহজই হবে।

মঙ্গলপৃষ্ঠে একসময় পানির প্রবাহ ছিল এমনকি খরস্রোতা নদীও ছিল বলে ধারণা করা হয়। নদীর চিহ্ন এর আগে খুঁজে পায় কিউরিওসিটি। কিন্তু পাওয়া যায়নি বহমান পানি।

 

Leave a comment

You must be Logged in to post comment.