Published On: Tue, Dec 9th, 2014

মঙ্গলে পানির উপস্থিতি

Share This
Tags

mars-feat

মঙ্গলে পানির উপস্থিতির নতুন প্রমাণ পেল নাসার কিউরিওসিটি রোভার। সৌরজগতে প্রায় পৃথিবীর প্রথম এই গ্রহে মাইক্রোবিয়াল জীবনের উপস্থিতির সম্ভাবনা আরও জোড়াল হল।

কিউরিওসিটির পাঠানো ছবি ও অনান্য তথ্য অনুযায়ী মঙ্গলে একসময় নদীর পানিতে গিয়ে পড়ত এক বা একাধিক হ্রদে। এই হ্রদটি গ্যালে ক্রেট নামের পাথুরে একটি খাদে এই হ্রদের অবস্থান ছিল।

নাসা জানিয়েছে এই সব ছবি ও তথ্য থেকে বোঝা যায় প্রাচীন সময়ে মঙ্গলে এমন জলবায়ু ছিল যার ফলে লালগ্রহের একাধিক স্থানে বেশ কিছু হ্রদ তৈরি হয়েছিল।

লক্ষ লক্ষ বছর ধরে একটি হ্রদের বুকে পলি ও বর্জ্য জমা হয়েই মঙ্গলের মাউন্ট শার্প তৈরি হয়েছে বলে দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা। মঙ্গলে জলের উপস্থিতির নতুন প্রমাণ পেল নাসার কিউরিওসিটি রোভার। সৌরজগতে প্রায় পৃথিবীর প্রথম এই গ্রহে মাইক্রোবিয়াল জীবনের উপস্থিতির সম্ভাবনা আরও জোড়াল হলো।

কিউরিওসিটির পাঠানো ছবি ও অনান্য তথ্য অনুযায়ী মঙ্গলে একসময় নদীর জল গিয়ে পড়ত এক বা একাধিক হ্রদে। এই হ্রদটি গ্যালে ক্রেট নামের পাথুরে একটি খাদে এই হ্রদের অবস্থান ছিল।

নাসা জানিয়েছে এই সব ছবি ও তথ্য থেকে বোঝা যায় প্রাচীন সময়ে মঙ্গলে এমন জলবায়ু ছিল যার ফলে লালগ্রহের একাধিক স্থানে বেশ কিছু হ্রদ তৈরি হয়েছিল।

লক্ষ লক্ষ বছর ধরে একটি হ্রদের বুকে পলি ও বর্জ্য জমা হয়েই মঙ্গলের মাউন্ট শার্প তৈরি হয়েছে বলে দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা।

Leave a comment

You must be Logged in to post comment.