Published On: Tue, May 28th, 2013

মঙ্গলবার ৭ জেলায় হরতাল

Share This
Tags

1335102242-bnp-threatens-nonstop-hartal_1169436বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেয়ার আবেদন মঞ্জুরের প্রতিবাদে ফেনী, লক্ষ্মীপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে মঙ্গলবার সকাল-সন্ধ্যা এবং ফরিদপুরে মঙ্গল ও বুধবার আধাবেলা হরতাল আহ্বান nbso করা হয়েছে।

এদিকে, মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে কক্সবাজারে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়। সোমবার দুপুরে মঙ্গলবার হরতালের ঘোষণার পর বিকেলে তা প্রত্যাহার করা হয়।

Leave a comment

You must be Logged in to post comment.