Published On: Wed, Oct 16th, 2013

ব্রাজিল ২-০ গোলে হারাল জাম্বিয়াকে

Share This
Tags

Zambia-Jacob-Mulenga-300বদলি হিসেবে নেমে চেলসি মিডফিল্ডার অস্কারের দুর্দান্ত পারফরম্যান্সে প্রীতি ম্যাচে টানা চতুর্থ জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার বেইজিংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে জাম্বিয়াকে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬০ মিনিটে সেলেসাওদের এগিয়ে নেন অস্কার। এর ছয় মিনিট পর জাতীয় দলের হয়ে দেদের প্রথম গোলে নিশ্চিত হয় ব্রাজিলের জয়।

Leave a comment

You must be Logged in to post comment.