Published On: Sun, Jul 21st, 2013

ব্যাঙমাথা শিশু

Share This
Tags

image_46580_0এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে নাইজেরিয়ায়। অবশ্য ব্যাঙের মাথার গঠনযুক্ত শিশুটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দুপুরে একটি জেনারেল হাসপাতালে শিশুর জন্ম দেন ৩০ বছরের এক নারী। ডাক্তাররা সিজার করে শিশুটিকে মায়ের পেট থেকে বের করা হয়। ওই নারীর আরও দুই সন্তান রয়েছে।

হাসপাতালের চিকিৎসক ওলে ওলুগবজি সাংবাদিকদের জানান, মা যাতে শিশুকে না দেখতে পায় তাই সিজারের পর তাকে কড়া ঘুমের ওষুধ দেয়া হয়। তখনই শিশুটিকে দ্রুত সমাহিত করার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওইনারীর স্বামীও অস্ত্রপচারের সময় ছিলেন। তার অনুমতিতেই শিশুটিকে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয় বলে ওই ডাক্তার জানান।

তিনি আরও জানান, ১৩ মাস ধরে ওই শিশুটিকে গর্ভে ধারণ করেন তার মা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরকম অদ্ভুত শিশু তারা এর আগে দেখেনি। শিশুটির মাথার গঠন ছিল ব্যাঙের মতো। কোটরে থেকে বেরিয়ে আসা চোখ, ছিল না মাথার খুলিও। মাথার পিছন দিকে ব্রেনের বদলে দেখা যাচ্ছিল পেশি। আকারেও খুব ছোট ছিল শিশুটি।

প্রসবের সময় মায়ের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে ফ্লুইড ক্ষরণ হওয়ায় অস্ত্রপচারের জটিল হয়ে পড়ে। চিকিৎসকরা মনে করছেন গর্ভাবস্থায় কোনও বিশেষ ওষুধের ক্রিয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে।

Leave a comment

You must be Logged in to post comment.