সিলেটে স্বর্ণের দোকানে ডাকাতি, নিরাপত্তারক্ষী নিহত
বুধবার রাত আটটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার নেহার মার্কেট থেকে কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাতেরা বলে দাবি করেছেন সেখানকার ব্যবসায়ীরা।
ডাকাতির বিশ মিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে। ডাকাতির সময় মার্কেটের নিরাপত্তা প্রহরী বাদশা মিয়াসহ (৪০) তিনজন আহত হন।তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আজাদ মিয়া বাদশাকে মৃত ঘোষণা করেন।
নেহার মার্কেটের আল বারাকা জুয়েলার্সের মালিক ফিরোজ মিয়া, পরমা জুয়েলার্সের মালিক বরুণ বণিক এবং কমলাভাণ্ডারের মালিক রাজা রায় বলেন, হঠাৎ করে ৮/১০ জন যুবক মার্কেটের সামনে এসে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।এরপরে তারা মার্কেটের সামনের দিকের আল বারাকা জুয়েলার্স, কমলাভাণ্ডার জুয়েলার্স এবং পরমা জুয়েলার্সে ঢুকে দোকান ভাঙচুর করে এবং স্বর্ণ লুট করে নিয়ে যায়।যাওয়ার সময়ও তারা হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি। ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতদের গ্রেফতারের দাবী জানান।