Published On: Wed, May 8th, 2013

বৃহস্পতিবার এসএসসির ফল

Share This
Tags

ssc-exam-2009১৮ দলীয় জোটের হরতালের মধ্যেই বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এর আগে ৯ মে ফল প্রকাশের ঘোষণা দেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর জিলা স্কুল, গার্লস স্কুল ও নুরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। এর আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

এ বছর সারা দেশের ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৩  ফেব্রুয়ারি থেকে দেশের দুই হাজার ৭৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a comment

You must be Logged in to post comment.