বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ


এর আগে গত বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। এরপরে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে রওশন এরশাদকে সংসদীয় দলের নেতা হিসেব ঘোষণা দেন দলটির সংসদ সদস্যরা। এ বিষয়ে দলের নেতা মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানিয়েছিলেন, রওশনকে যে তারা জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছেন, তা আনুষ্ঠানিকভাবে স্পিকারকে জানানো হয়েছে।
এদিকে ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটে ১৩ জন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২০ জনকে নিয়ে বিএনপিবিহীন দশম সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় জাতীয় পার্টির। এরপর থেকে জাতীয় পার্টির দলের নেতারা দশম সংসদে নিজেদেরকে বিরোধী দল হিসেবে বলে আসছেন।