Published On: Sat, Apr 13th, 2013

বিভিন্ন রেস্তোরায় বৈশাখী আয়োজন

Share This
Tags

kutum bari_nকুটুমবাড়িতে বৈশাখী আয়োজন

পহেলা বৈশাখ উপলক্ষে নানা রকম খাবারের প্যাকেজ থাকছে কুটুমবাড়িতে। কুটুমবাড়িতে থাকছে ভাত, খিচুড়ি্‌, সরষে ইলিশ, নানা রকম ভর্তা ,সালাদ, ইরানী বিরিয়ানি, বেগুন ভাজি আর অনেক কিছু ।

Address: Lalmatia Dhaka, Bangladesh

Dhaka_Bangladesh_Hotel__p86306

 

 

নববর্ষকে স্বাগত জানাছে ঢাকার Westin Hotel

নানা রকম মাছের তরকারি, ভর্তা, মাংস, খিচুড়ি ত আছেই আরও আছে কয়েক পদের মিষ্টি, পিঠা, শরবত। বিশেষ আয়োজনে থাকছে  বাউল গান, বায়স্কোপ। এভাবেই নববর্ষকে স্বাগত জানাছে ঢাকার Westin Hotel

 

steak houseবৈশাখী আয়োজনে Steak House Dhaka

Steak house ঐতিহ্যগত বাংলা খাদ্য সঙ্গে পহেলা বৈশাখ ডিনার বুফে উদযাপন এর আয়জন করছে. এই বিশেষ দিবসে আমরা ইলিশ মাছ, ভর্তা পিঠা এবং অন্যান্য অনেক সুস্বাদু আইটেম শুধুমাত্র ১০০০ টাকা বিভিন্ন ফর্ম অফার. Steak house পরিবার এবং বন্ধুদের সঙ্গে উদযাপন করার জন্য রিজার্ভেশন করুন: 9841604 – 9840154

Location road: 53 House: 8 Gulshan 2 www.steakhousebd.com, 1212 Dhaka, Bangladesh

Leave a comment

You must be Logged in to post comment.