বাজারে এইচপির নতুন ল্যাপটপ
বাজারে এসেছে এইচপির এনভি টিএস ১৫-জে০০৩টিএক্স মডেলের টাচ সুবিধার ল্যাপটপ। ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই৭ প্রসেসরনির্ভর ল্যাপটপটিতে রয়েছে ৪ গিগাবাইট র্যাম, এক টেরাবাইট হার্ডডিস্ক সুবিধা।
১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে রয়েছে বিটস অডিও, এইচপি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দুই গিগাবাইট এনভিডিয়া জিফোর্স গ্রাফিকস কার্ড।
স্মার্ট টেননোলজিসের বাজারে আনা এইচপির নতুন ল্যাপটপটির দাম ৯৩ হাজার টাকা।