বাংলা ঝড়ে উড়ে গেল আফগানিরা


বাগতিক হয়েও বাংলাদেশকে কেন প্রাথমিক পর্বে খেলতে হচ্ছে- পুরনো এ প্রশ্নের উত্তর দিতে পারবেন বিসিবির কর্তাব্যক্তিরা। যদিও প্রশ্নটি সতর্কতার সঙ্গে ‘ডাক’ করে যান তাঁরা। তবে আফগানিস্তানকে ক্রিকেট মাঠে কেন নতজানু করা যাবে না- এ প্রশ্নের উত্তরটা কাল ঠিকঠাক দিয়েছেন মুশফিকুর রহিমরা। টুর্নামেন্টের প্রথম বলেই মাশরাফি বিন মর্তুজার উইকেট প্রাপ্তি, মাহমুদ উল্লাহর দুর্দান্ত ক্যাচ নেওয়া এবং নিখুঁত থ্রোতে সাব্বির রহমানের করা রান আউট- কাল যা চেয়েছে, তা-ই পেয়েছে বাংলাদেশ। অবশ্য যেকোনো ম্যাচে একজনের কাছেই সবচেয়ে বেশি ‘চাওয়া’ থাকে দলের। মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়ে সেটি মিটিয়েছেনও সাকিব আল হাসান।
এ সংক্রান্ত আরো খবর
প্রথম পাতা – এর আরো খবর
– See more at: http://www.kalerkantho.com/print-edition/first-page/2014/03/17/62603#sthash.HnIHLV6A.dpuf