বাংলাদেশ ব্যাংকের গভর্নর মালয়েশিয়া যাচ্ছেন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ছয় দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। অ্যালায়েন্স অব ফাইন্যন্সিয়াল ইনক্লুশনের গ্লোবাল ফোরাম-২০১৩ তে যোগ দেবেন।
মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সম্মেলনের আয়োজন করেছে। সেখানে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, হাইতি, ভারত, কেনিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেবেন।
বাংলাদেশ ব্যাংকের চেইঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজমী ও গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামানসহ একটি দল ওই সম্মেলনে যোগ দেবেন।
আজ সকালে মালয়েশিয়ার উদ্দেশে প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করেছেন।
১৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক জানিয়েছেন।