বাংলাদেশ গেমসের লোগো ‘হৃদয়’ ও মাসকট ‘তারুণ্য’উন্মেচিত
২০ এপ্রিল ৩১টি ইভেন্ট নিয়ে আয়োজিত ৮ম বাংলাদেশ গেমসের উদ্বোধন। সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ৮ম বাংলাদেশ গেমসের নতুন লোগো হৃদয়ে খেলার স্পন্দন আর মাসকট তারুণ্য উন্মোচিত করলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রধান জাহিদ হাসান রাসেল।