বাংলাদেশ আজ ইরানের মুখোমুখি
বৃহস্পতিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিশালী ইরানের বিপক্ষে মুখোমুখি হচ্ছে সুইনু প্রু‘রা। এই ম্যাচ থেকে নূন্যতম এক পয়েন্ট চায় বাংলাদেশ। কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন,‘আমরা ভিডিও ক্লিপ দেখে ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। সেগুলো শুধরে পরের ম্যাচে অন্তত এক পয়েন্টের জন্য মাঠে যাব।’
দিনের প্রথম ম্যাচে ফিলিপাইন খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ফিলিপাইন প্রথম ম্যাচে ৬-০ গোলে হারিয়েছে ইরানকে।