বাংলাদেশী কার রেসার ভারতের ফর্মুলা ফোর কার রেসে অংশ নিচ্ছেন
দুঃসাহসিক ও চ্যালেঞ্জিং একটি খেলা, কার রেস। যা এখনো বাংলাদেশে তেমন একটা পরিচিতি পায়নি। সম্প্রতি ফর্মুলা ফোর কার রেসে অংশ নিতে ভারতে গেলেন বাংলাদেশি কার রেসার মাহফুজুর রহমান তুষার।
সেখানে সিঙ্গেল সিট ওপেন হুইল ক্লাস কারের প্রতিযোগিতায় নামবেন তিনি।
ভারতের তামিলনাড়ুতে চেন্নাই থেকে কুয়েনজট পর্যন্ত পাড়ি দিতে হবে কারি মোটর স্পিড ওয়ে, মাদরাস মোটর স্পোর্টস ক্লাব ও বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট ওয়ে। সেখানে তুষারের প্রতিদ্বন্দ্বী রয়েছেন আরো ২৩ জন। তাদের পেছনে ফেলে ভারতে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়াতে চান রেসার তুষার। ৫ জুলাই থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হবে ৭ জুলাই। ফর্মুলা ফোরের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে থাকবে ৬০ হাজার রুপি, রানার্সআপ ৪০ হাজার রুপি এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৩৫ হাজার রুপি।
রেসিংয়ে তুষারের শুরুটা ২০১০ সালে। ২০১১ সালে স্পিড রেসিং গো কার্টট্রেক মাস্টার কম্পিটিশনে বাংলাদেশ থেকে ৩০০ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হন তুষার। সেই সুবাদে ফর্মুলা ফোরে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন এই তরুণ রেসার।