Published On: Sat, Jun 22nd, 2013

বাঁচানো গেল না আকলিমাকে

Share This
Tags

image_49386বিয়েতে রাজি না হওয়ায় বর্বরদের আগুনে ঝলসে যাওয়া  কিশোরী আকলিমা আক্তার মারা গেছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। এ ধরনের রোগীর বাঁচার সম্ভাবনা থাকে না বলেই জানান তারা। এদিকে এখনও তার ওপর হামলাকারী বখাটেদের ধরতে পারেনি পুলিশ।

১৫ বছরের আকলিমা আক্তার ফেনির ফুলগাজী দারুল উলুম দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, বখাটে যুবক সুমন প্রায়ই বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত তাকে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৬ তারিখ ভোরে আকলিমার পুরো শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সুমন ও তার সহযোগীরা। এসময় আকলিমার বাবা শরিফুর রহমান বলেন, সুমন, শান্ত ও কামাল মিলে প্রথমে বাড়ির দরজা পেছন দিয়ে লাগিয়ে দেয়। তারপর দুই জন মিলে হাত ধরে আর একজন তার গায়ে আগুন লাগিয়ে দেয়। তিনি মেয়ের মৃত্যুর জন্য দায়ীদের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Leave a comment

You must be Logged in to post comment.