Published On: Wed, Oct 16th, 2013

বাঁকানো পর্দার স্মার্টফোন আনছে এলজি

Share This
Tags

lg-hifi-concept-phone_DrMeI_54বাঁকানো পর্দার স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে এলজি। এতে নমনীয় ওএলইডি (অর্গানিক লাইট-এমিটিং ডায়োড) প্যানেল ব্যবহার করা হবে। আগামী বছরের মধ্যেই স্মার্টফোনটি বাজারে আসবে বলে জানিয়েছে এলজি।

বাঁকানো ডিসপ্লের এই স্মার্টফোনের স্ক্রিন হবে ৬ ইঞ্চি। ওজনও হবে বেশ কম, মাত্র ৭.২ গ্রাম।

গত সপ্তাহে একই ধরনের স্মার্টফোন বানানোর ঘোষণা দেয় স্যামসাং। এর আগে এ প্রতিষ্ঠান দুটিই ওএলইডি প্রযুক্তির বাঁকানো পর্দার টেলিভিশন বাজারে ছেড়েছে।

Leave a comment

You must be Logged in to post comment.