Published On: Sat, Jul 27th, 2013

বলিউডে মুক্তি পেয়েছে স্বল্প বাজেটের ১০টি ছবি

Share This
Tags

poonam2_nasha_june19পুনম পাণ্ডের সেক্স থ্রিলার নশা থেকে পেটে হাসির খিল ধরানো বাজাতে রহো।  মুক্তি পেয়েছে সবকিছুই। শুধু পছন্দ মন পাতে তুলে নেয়ার পালা। কোনও বড় বাজেটের ছবি নয়, গতকাল শুক্রবার বক্সঅফিসে মুক্তি পেয়েছে  স্বল্প বাজেটের ১০টি ছবি।

 

 

বক্সঅফিসের ১০ পদে রয়েছে

১. সেক্স-এর মধ্যেই আলোড়ন তুলেছে পুনম পাণ্ডে অভিনীত অমিত সাক্সেনা পরিচালিত নশার পোস্টার।

২. কমেডি- মুক্তি পাচ্ছে সুশান্ত শাহ পরিচালিত কমেডি বাজাতে রহো। ছবিতে রয়েছেন তুষার কাপুর, ডলি আলহুয়ালিয়া, বিনয় পাঠক ও রনীর শোরে।

৩. ট্র্যাজেডি-তালিকায় রয়েছে মনীশ তিওয়ারি পরিচালিত আইজ্যাক। শেক্সপিয়রের ট্রাজেডি রোমিও অ্যান্ড জুলিয়েটের ওপর নির্ভর করে তৈরি ছবির শুটিং হয়েছে বেনারসে।

৪. রোম্যান্স- লভ ইউ সোনিয়ে ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন রোতি অগ্নিহোত্রির ছেলে তনুজ। বিপরীতে রয়েছেন নবাগতা নেহা হিঞ্জে।

৫. ক্রাইম বা অপরাধ- উত্তর প্রদেশ, বিহারের অপরাধী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্পো নিয়ে ছবি এক বুড়া আদমি। পরিচালনা করেছেন ইশরাক শাহ। ছবিতে রয়েছেন অরুণোদয় সিং, কিটু গিদওয়ানি।

Leave a comment

You must be Logged in to post comment.