ফেসবুক ইন্টারনেট সংযোগ ছাড়াই চলবে
ইন্টারনেট সংযোগ ছাড়া ফেসবুক অনায়fসে ব্যবহার করেত পারবে। বিষয়টি বিস্ময়কর মনে হতে পারে। তবে ভারতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
নয়াদিল্লিতে ইন্টারনেট বা ডেটা কানেক্টিভিটি ছাড়াই রাষ্ট্রায়ত্ত বিএসএনএল-এর মোবাইল ফোন গ্রাহকরা ফেসবুক ব্যবহার করতে পারবেন । এর জন্য বিএসএনএল গ্রাহকদের ৩ দিনের জন্য ৪ টাকা, এক সপ্তাহের জন্য ১০ টাকা ও এক মাসের জন্য ২০ টাকা দিতে হবে ।
প্রাথমিকভাবে পূর্ব ও দক্ষিণ জোনে বিএসএনএল মোবাইল গ্রাহকরা এই পরিষেবা পাবেন এবং পরে তা উত্তর ও পশ্চিম জোনেও চালু করা হবে। আনস্ট্রাকচার্ড সাপ্লেমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি)-র মাধ্যমে এই ফেসবুক পরিষেবা দেওয়ার জন্য বিএসএনএল ইউটোপিয়া মোবাইলের সাথে জোট বেঁধেছে। ইউএসএসডি প্রযুক্তি টেলিকম সার্ভিস প্রদানকারী সংস্থাগুলি গ্রাহকদের অ্যালার্ট পাঠাতে ব্যবহার করে ।
বিএসএনএল জানিয়েছে, ইউএসএসডি-র মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট সংযোগ ছাড়াই মোবাইলে তাদের ফেসবুক অ্যাকাউন্ট দেখার সুযোগ পাবেন । তারা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা, মেসেজ পাঠানো, বন্ধুদের ওয়ালে মন্তব্য লেখা র মতো সুবিধাগুলিও পাবেন । সবধরনের হ্যান্ডসেটেই এই পরিসেবা পাওয়া যাবে ।