Published On: Sat, Aug 3rd, 2013

ফের অপূর্বর প্রেমে প্রভা!

Share This
Tags

imagesফের অভিনেতা অপূর্বর প্রেমে পড়েছেন জনপ্রিয় ও এসময়ের বেশ আলোচিত এবং সমালোচিত অভিনেত্রী প্রভা।

জানা গেছে, সময়-অসময়ে বারবার অপূর্বকে ফোন করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন, খাচ্ছেন ফুসকা।

প্রেম এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সব ছেড়ে ফের ঘর বাঁধতেও প্রস্তুত দু’জন।

নবীন নাট্যকার ও পরিচালক রিয়াদ মাহমুদ এমনই এক গল্প তৈরি করেছেন অপূর্ব-প্রভাকে নিয়ে।

দুজনের মধ্যের পুরনো রসায়নকে তিনি আবার ফুটিয়ে তুলতে চান পর্দায়।

তবে নাটকটির নাম চূড়ান্ত হয়নি এখনো।

এবিষয়ে রিয়াদ মাহমুদ জানান, অপূর্ব-প্রভাকে সামনে রেখেই এমন গল্প তৈরি করেছেন তিনি।

তার ধারণা, নাটকটিতে অভিনয়ের জন্য দুজনেই রাজি হবেন।

রিয়াদ জানান, নাটকের ব্যাপারে তাদের সঙ্গে এখনো প্রাথমিক আলোচনা চলছে। ঈদের পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি মনে করেন, অপূর্ব-প্রভা দুজনই পেশাদার অভিনেতা-অভিনেত্রী। তাই গল্পের প্রয়োজনে তারা এ নাটকটিতে অভিনয় করতে রাজি হবেন।

Leave a comment

You must be Logged in to post comment.