Published On: Wed, Jul 24th, 2013

প্রাকৃতিক রুপে লেডি গাগা!!!

Share This
Tags

941258_480632815356765_961090519_nপপ তারকা লেডি গাগা তার গানের পাশাপাশি উদ্ভট সাজের জন্যও বিখ্যাত।এবার এ তারকা অন্য রকম এক ফটোসেশনে অংশ নিয়েছেন।

লেডি গাগা এবার ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মেকাপ এবং পোশাক ছাড়া। ‘ভি’ ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ছবিগুলো তোলা হয়েছে।

গাগা জানান, তিনি একে বারে প্রাকৃতিক রুপে দাড়িয়েছেন ক্যামেরার সামনে। এখানে না ছিলো পোশাক, না ছিলো ছিলো মেকাপ।

২০১৩ সালের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস’র ৪৫ বছরের কমবয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন লেডি গাগা।

 

Leave a comment

You must be Logged in to post comment.